Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জিন্দাবাজার থেকে লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
জিন্দাবাজার থেকে লাশ উদ্ধার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকা থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায় নি।

জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন