জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০২ মে ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ণ


জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে গাছ থেকে পড়ে মাসুক আহমদ (৬০) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে ঘটেছে। মাসুক আহমদ উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের টালিয়াউরা গ্রামের মরহুম আছকর আলীর পুত্র।

স্থানীয় ইউপির সাবেক সদস্য মইন উদ্দিন জানান, মাসুক আহমদ পেশাদার কাঠুরিয়া। তিনি চুক্তিতে বিভিন্ন বাড়ি ও বাগানে গাছ কেটে জীবিকা নির্বাহ করে থাকেন। আজকেও (বৃহস্পতিবার) পূর্ব গোয়ালবাড়ি গ্রামে গাছ কাটতে যান। গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। সিলেট নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

Sharing is caring!