জৈন্তাপুরে ডিআই ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
২০ মার্চ ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ডিআই (ট্রাকের) গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন রোগীর মৃত্যু হলেয়ে হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের উপজেলার চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল (র:) ডিগ্রী কলেজ গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ডিআই ট্রাকের ধাক্কায় নিহত মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায় নি। তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো: ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত। এই ব্যক্তি বেশ কিছুদিন থেকে কলেজ গেইট সংলগ্ন যাত্রী সাউনিতে থাকতো।
মঙ্গলবার রাতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ডিআই পিকাআপ তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ডিআই পিকাআপ আটক করা সম্ভব হয় নি।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো: ইউনুস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।