Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে বিজয়ী হলেন যারা

admin

প্রকাশ: ২২ মে ২০২৪ | ০১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২২ মে ২০২৪ | ০১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে বিজয়ী হলেন যারা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি। ভাইস চেয়ারম্যান পদে শ্রমিক নেতা শাহাদ উদ্দিন সাদ্দাম ও ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি সুনারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হন।

মঙ্গলবার ( ২১ মে ) রাতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে তথ্য ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষনা করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

Manual8 Ad Code

৪৬টি কেন্দ্র হতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৬২ হাজার ৬ শত ৯২ টি বৈধ ভোট যার মধ্যে ১১ শ ৮১টি ভোট বাতিল বলে গন্য হয়। চেয়ারম্যান পদে এম লিয়াকত আলি আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৯শত ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১০টি ভোট। চেয়ারম্যান পদে বাকি প্রার্থীর মধ্যে ইসমাইল আলি আশিক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৭ টি ভোট।

Manual8 Ad Code

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশ নেন। তার মধ্যে টিউবওয়েল প্রতীক নিয়ে সাহাদ উদ্দিন সাদ্দাম ২৩ হাজার ৮ শত ৮৬টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমেদ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১ শত ৪২ টি ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে চিকনাগোল ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি সুনারা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৮ শত ৩২ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে পারভীন আক্তার পেয়েছেন ১৫ হাজার ৭ শত ৪২ টি ভোট। এ বছর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়।

Manual7 Ad Code

শেয়ার করুন