Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে গণকবরে শ্রদ্ধা নিবেদন

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৪:১১ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৪:১১ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে গণকবরে শ্রদ্ধা নিবেদন

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বীরমুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

Manual3 Ad Code

রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় বীরমুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এরপর জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

Manual4 Ad Code

এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ কালে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

Manual7 Ad Code

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- চিকনাগুল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. বুরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাপস চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা সন্তান মোমিন আহমেদ, শরীফ আহমেদসহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিমসহ অন্যান্যরা।

শেয়ার করুন