Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৪

admin

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
টাঙ্গাইলে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৪

Manual7 Ad Code

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি:
ট‌াঙ্গাইলের মির্জাপু‌রে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নারীসহ চারজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরও দুইজন।

Manual2 Ad Code

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‌গোড়াই-সখীপুর সড়‌কের টে‌লিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- মির্জাপু‌র উপ‌জেলার ভাতগ্রাম গ্রা‌মের বিদ‌্যুৎ মিয়ার ছে‌লে আকাশ (৩০), নয়াপাড়া গ্রা‌মের স‌মেজ উদ্দি‌নের ছে‌লে নাজমু‌ল (২৫), গাইড়া‌বে‌তিল গ্রা‌মের মঈনউদ্দি‌নের ছে‌লে লুৎফর রহমার (৪০) এবং তে‌লিপাড়া গ্রা‌মের তারা মিয়ার স্ত্রী র‌হিমা বেগম (৩৫)। নিহত‌রা অটো‌রিকশার যাত্রী।

Manual3 Ad Code

বাঁশ‌তৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া হাসপাতা‌লে নেওয়ার পর আরেকজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Manual3 Ad Code

শেয়ার করুন