Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে গাঁজা সেবন : ৫ পর্যটক কারাগারে

admin

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে গাঁজা সেবন : ৫ পর্যটক কারাগারে

Manual8 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় পাঁচ যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের সময় তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

Manual7 Ad Code

দণ্ডিতরা হলেন- তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন এবং আহমেদ মাহফুজ।

Manual2 Ad Code

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল রায় বলেন, আমাকে জানানো হয়, মধ্যনগর বাজারের পাশে একটি হাউসবোটে কিছু তরুণ গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে তারা জানায়, আমরা ছাত্র। আমাদের এ কাজের জন্য আমরা অনুতপ্ত। পরে তাদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করি।
তিনি আরও বলেন, হাওর এলাকায় ভ্রমণরত কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

শেয়ার করুন