Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টানা সাতবারের মতো জেলার শ্রেষ্ঠ হলেন ছাতকের ওসি

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ০৫:২৭ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৪ | ০৫:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
টানা সাতবারের মতো জেলার শ্রেষ্ঠ হলেন ছাতকের ওসি

Manual3 Ad Code

ছাতক প্রতিনিধি:
টানা ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম। এর আগে তিনি আরো ৬ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

রবিবার (১১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্-পিপিএম মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারি/২০২৪ খ্রি. মাসে মাদক উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল, চোরাই মালামাল উদ্ধারের জন্য জেলার সকল ওসিদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আইজিপি ব্যাজ প্রাপ্ত ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম’র নাম ঘোষণা করেন।

Manual7 Ad Code

পরে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পুলিশের এ কর্মকর্তা।

Manual3 Ad Code

এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ৭ম বারের মত শ্রেষ্ঠ হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

উল্লেখ্য, এর আগে ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম ছাতক থানায় যোগদানের পর থেকে এক এক করে টানা ৭ম বারের মত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনিত হন। তিনি ২৩ সালের ৭ আগষ্টে ছাতকে মোহাম্মদ শাহ আলম যোগদানের পর থেকে টানা ৭বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

শেয়ার করুন