Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

admin

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫ | ০৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ | ০৭:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত সুমাইয়া আক্তার (১৬) নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে। শহরের ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

Manual1 Ad Code

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেটপড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। এ সময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় রেলের পাশে পড়ে যায়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন