ট্রেনে কা টা পড়ে নারীর মৃত্যু
০৫ সেপ্টে ২০২৩, ০২:২৯ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পশ্চিম দিকে পুরান থানার পেছনে এ দুর্ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনও তার পরিচয় শানক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।