তামাবিল সড়কে মিললো সেলুন ব্যবসায়ীর লাশ
০৫ জানু ২০২৫, ০১:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের পাশ থেকে এক সেলুন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ২ নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন এলাকা হতে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সালাউদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার নয়ামোড়া গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র। বিগত ৭ বছর যাবৎ উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে তিনি স্যালুনের ব্যবসা করতেন।
জানা যায়, শনিবার রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪ নং বাংলা বাজারে ফিরছিলেন সালাউদ্দিন। আজ রবিবার (৫ই জানুয়ারি) ভোরে স্থানীয় লোকজন তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।