Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

admin

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ | ০১:২৮ অপরাহ্ণ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ | ০১:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
তাহিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

Manual8 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এরপূর্ব সোমবার রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া থেকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের ঝারু মিয়ার ছেলে আব্দুল মালেক(৩০) ও একেই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন পূর্বপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে আলীম হোসেন(৩২)।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজীব দেব রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুল মালেকের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রির সময় তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

Manual5 Ad Code

ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজীব দেব রায় জানান,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ নাজিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন