Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুর সীমান্তে ৪৫ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ০৩:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ০৩:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
তাহিরপুর সীমান্তে ৪৫ লাখ টাকার ভারতীয় ফুসকা ও জিরা জব্দ

Manual5 Ad Code

তাহিরপুর সংবাদদাতা:
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ভারতীয় ফুসকা-জিরা আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। যার বাজার মূল্য ৪৪ লক্ষ ৫৪ হাজার ৫শত টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৬ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে বিন্নাকুলী ও মোদেরগাওঁ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা হয়। অভিযানে পরিত্যাক্ত বাড়ী ও গুদাম তল্লাশী করে ১৭ হাজার ৬৫০ কেজি ভারতীয় ফুসকা ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়।

Manual3 Ad Code

টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম, সুনামগঞ্জ – ২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।

Manual8 Ad Code

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা আটক করা হয়েছে। আটককৃত ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন