Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিনের অবরোধে ৩১ গাড়িতে আগুন: ফায়ার সার্ভিস

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০৯:১৯ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ০৯:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
তিন দিনের অবরোধে ৩১ গাড়িতে আগুন: ফায়ার সার্ভিস

MUMBAI, INDIA - NOVEMBER 02: Ravi Jadeja of India plays a shot during the ICC Men's Cricket World Cup India 2023 between India and Sri Lanka at Wankhede Stadium on November 02, 2023 in Mumbai, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে সারাদেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, আগুনে পোড়া যানবাহনের মধ্যে ১৮টিই বাস। এছাড়া চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে।

যানবাহনের বাইরে বাণিজ্যিক পণ্যের দুটি বিক্রয়কেন্দ্র এবং একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

তথ্য বিশ্লেষণ করে ফায়ার সার্ভিস বলছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা আগুন দেওয়ার মোট ৩৪টি ঘটনার কথা জেনেছে, যার বেশির ভাগই (১৯টি) ঘটেছে রাতের বেলা।

বিভাগওয়ারি হিসাবে কেবল ঢাকা মহানগরেই আগুন দেওয়ার ঘটনা ১২টি, এর বাইরে ঢাকা বিভাগে আরও ৭টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা, রাজশাহী বিভাগে ৪, রংপুর বিভাগে ১, বরিশাল বিভাগে ১ এবং ময়মনসিংহ বিভাগে ১টি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Manual8 Ad Code

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষের পর থেকেই ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সমাবেশের পরদিন বিএনপি-জামায়াতের ডাকা হরতালেও এমন সহিংসতা হয়।

এরপর মঙ্গলবার থেকে বিএনপি-জামায়াতের তিন দিনের যে অবরোধ চলে, সেই সময়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ৮২টি আগুনের সংবাদ পেয়েছে সংস্থাটি, যাতে যানবাহন পুড়েছে অন্তত ৬৮টি।

শেয়ার করুন