Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

admin

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বিএসএফ নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত ইয়াসিন আলী (২৩) তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে এবং আব্দুল জলিল (২৪) একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানায়, সকালে তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি এলাকায় দরগাসিং সীমান্ত এলাকায় হঠাৎ দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পরে বিএসএফ মরদেহ দুটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান জানান, ভারতের অভ্যন্তরে দুই জন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন