দাদা দাদিকে নির্যাতনের পর ঘরে আগুন দিলো নাতি নাতনিরা
০৮ জুন ২০২৩, ১২:২১ অপরাহ্ণ
ছাতক সংবাদদাতা:
ছাতকের মৈশাপুর চাড়ালকোণা গ্রামে আপন দাদা দাদিকে নির্যাতনের পর ঘরে আগুন দিলো নাতি নাতনিরা।
জানা যায়, বুধবার (৭ জুন) বিকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর চাড়ালকোণা গ্রামের হানিফ উল্লাহ ও অনিকজান বিবির বসত ঘরে ইচ্ছাকৃত ভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয় মো. সাঈদ (৩২), মুহিবুর রহমান (২৭), সাইফুল (২৪)। এসময় ঘরে আগুন দিয়ে পুড়াতে সহযোগীতাকরেন পুত্রবধু রেছনা বেগম ও ২কন্যা। পরে আসপাশের লোকজন আগুন নেভানোর সহায়তা করেও ততোক্ষণে ঘর পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সন্তান মনফর আলী ও তার স্ত্রী সন্তানেরা সম্পত্তির জন্য পিতা হানিফ উল্লাহ ও মাতা অনিকজান বিবি’কে নির্মমভাবে নির্যাতন করতেন। পিতা মাতা তাদের সেই নির্যাতন সইতে না পেরে সুনামগঞ্জের আদালতে নিজ সন্তানসহ ৩ নাতির বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রেক্ষীতে বুধবার কোর্টের নির্দেশ মোতাবেক মনফর আলী ও তার তিন সন্তান কোর্টে হাজিরা দিতে গেলে ৩ ছেলের জামিন মঞ্জুর হলেও মনফর আলী’র জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আর তাতেই তিন ছেলেরা ক্ষিপ্ত হয়ে বাড়ীতে এসে দাদা দাদিকে নির্যাতন করে ঘর পুড়িয়ে দেয়।
এসআই মাসুদ রানার নেতৃতে একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সহায়তা করেন বলে স্থানীরা জানান।
এ ব্যাপারে ছাতক থানার এসআই মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় কোন মামলা হয়নি হলে যথাযথ ব্যবস্থা নিব।