দানবাক্স খুলতেই বেরিয়ে এলো সোনা-রুপাসহ কোটি কোটি টাকা!

Daily Ajker Sylhet

admin

২৪ মার্চ ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ


দানবাক্স খুলতেই বেরিয়ে এলো সোনা-রুপাসহ কোটি কোটি টাকা!

প্রবাস ডেস্ক:
ভারতের কর্নাটক রাজ্যের এক মন্দিরের দানবাক্স খুলতেই বিস্ময়কর চমক দেখা গেল। নগদ অর্থ, সোনা এবং রুপা মিলিয়ে কোটি কোটি টাকার দান পাওয়ার ঘটনা ঘটেছে এ মন্দিরে। রোববার (২৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, এ ঘটনা ঘটেছে ষোড়শ শতকের সাধু রাঘবেন্দ্র স্বামীর জন্মতিথি উপলক্ষে। প্রতি বছর এই সময়ে প্রায় ৩০ দিন ধরে মন্দিরে ভক্তদের সমাগম হয়ে থাকে এবং এই সময়েই মন্দিরের দানবাক্সে জমা পড়ে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং গহনা।

প্রতিবেদন অনুযায়ী, দানবাক্স খুলে ৩ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৬২১ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা) পাওয়া যায়। এছাড়া, ৩২ গ্রাম সোনা এবং ১.২৪ কেজি রুপাও পাওয়া গেছে। মন্দিরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যায় শতাধিক পুরোহিত মন্দিরের মেঝেতে বসে দানবাক্স থেকে পাওয়া নোট ও মুদ্রা গুনছেন।

গত বছর, ভারতের বেঙ্গালুরুতে রাঘবেন্দ্র স্বামীর এই মন্দিরে গিয়েছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। তাদের সঙ্গে ছিলেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং তার স্ত্রী, ভারতের রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। তারা মন্দিরে আরতি করতেও অংশ নিয়েছিলেন।

এই বিপুল পরিমাণ দানের ঘটনা মন্দিরের প্রতি ভক্তদের শ্রদ্ধা এবং আস্থা আরও দৃঢ় করেছে এবং এটি মন্দিরের ঐতিহ্য ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Sharing is caring!