দুঃস্থদের টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
২১ মার্চ ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ মানুষের টাকা আত্মসাৎয়ের অভিযোগে উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১৪ মার্চ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী মহালদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এই বরখাস্তের আদেশ প্রদান করা হয়।
প্রজ্ঞাপণে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে বন্যায় ক্ষতিগ্রস্ত, কর্মহীন দরিদ্র ও দুঃস্থ পরিবারের জন্য বরাদ্ধকৃত চাল ও টাকা আত্মসাৎ এর অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার এহেন কর্মকান্ড স্থানীয় সরকার বিভাগের আইন বিরোধী। যাহা স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংগঠিত হয়েছে।
এই বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনে তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।