Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: আইনমন্ত্রী

admin

প্রকাশ: ০২ মে ২০২৩ | ০৩:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০২ মে ২০২৩ | ০৩:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: আইনমন্ত্রী

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধবংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে।

Manual3 Ad Code

সেসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। তাদের যেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্নভিন্ন করে দেবে বলেও হুশিয়ার করেন মন্ত্রী।

Manual4 Ad Code

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা হয়।

Manual6 Ad Code

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আপনারা আমার সঙ্গে কাজ করবেন এটাই আমার বিশ্বাস। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনার আমলেই দেশের উন্নয়ন হয়।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছেন। আপনারা শেখ হাসিনার হাতকে শক্ত করতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Manual1 Ad Code

শেয়ার করুন