Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে আসলেন হামজা চৌধুরী

admin

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
দেশে আসলেন হামজা চৌধুরী

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষই অপেক্ষা করে আছে। ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে জামাল ভূঁইয়ারা। যার জন্য ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে হাভিয়ের ক্যাবরেরার অনুশীলন ক্লাস। লেস্টার সিটির সঙ্গে ব্যস্ততার কারণে সেই ক্লাসে যোগ দিতে পারেলেও দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দেশে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার।

Manual4 Ad Code

হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন হামজা। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আজ বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার।

গত ৪ অক্টোবর লেস্টার সোয়ানসি সিটির বিপক্ষে খেলেছে। ওই ম্যাচের স্কোয়াডে থাকলেও হামজার খেলা হয়নি। তার দল তুলে নিয়েছে ৩-১ গোলের জয়। হংকংয়ের বিপক্ষে খেলতে ক্লাব ব্যস্ততা শেষ করে আজ দেশে ফিরেছেন তিনি। এ বছর দেশজুড়ে সাড়া জাগানো এই তারকার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ১ গোল ও এক অ্যাসিস্ট করেছেন তিনি।

Manual6 Ad Code

হংকংয়ের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, দুটিই এশিয়ান কাপ বাছাইয়ের। ৯ অক্টোবর আতিথ্য দিয়ে ১৪ অক্টোবর যাবে আতিথ্য নিতে। বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে হংকং। সমান পয়েন্ট নিয়ে ১ গোলে এগিয়ে থাকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে ভারত আছে সবার নিচে।

Manual8 Ad Code

বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম এখনও আসেননি। তার আসার কথা রয়েছে আগামীকাল। কানাডার লিগে খেলা এই ফুটবলারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল গত জুনে সিঙ্গারপুরের বিপক্ষে ম্যাচে। দেশের হয়ে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন তিনি।

Manual1 Ad Code

শেয়ার করুন