Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন ৫০ হাজারের বেশি হাজি

admin

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
দেশে ফিরেছেন ৫০ হাজারের বেশি হাজি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন অর্ধলাখের বেশি হাজি। মোট ১২৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে ৩৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে তারা মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান। বুধবার (২৫ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৫০ হাজার ৩৬ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৬ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৪৫ হাজার ৩০ জন হাজি দেশে ফিরেছেন।

Manual6 Ad Code

অন্যদিকে দেশে ফেরা হজের ১২৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ২১ হাজার ৮১ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২০ হাজার ৫১৪ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৪৪১ জন হাজি।

Manual1 Ad Code

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায়, একজন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান।

Manual6 Ad Code

এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।

অন্যদিকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদির উদ্দেশে পাড়ি জমায় গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান। পরবর্তীতে গত ৫ জুন পবিত্র হজ পালন শেষে গত ১০ জুন হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। সবমিলিয়ে এখন পর্যন্ত হজ শেষে দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন বাংলাদেশি।

শেয়ার করুন