দোয়ারাবাজারে নিজ ঘরে মিলল যুবতীর ঝুলন্ত মরদেহ
২৪ অক্টো ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ণ
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাফিয়া আক্তার (২০) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর ) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে ঘটনাটি ঘটে। সাফিয়া ওই গ্রামের চান মিয়ার মেয়ে। তবে তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, নিহত সাফিয়া ও তার ভাতিজা রোমন (১০) নিয়মিত একই কক্ষে শয়ন করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে রোমনকে মক্তবে এগিয়ে দিয়ে এসে সাফিয়া নিজ শয়নকক্ষের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে সাফিয়ার ভাবী রেছমা আক্তার ঘরে ঢুকেই তাকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন দৌড়ে এসে সাফিয়াকে তীর থেকে মাটিতে নামান।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।