Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে যে অপরাধে আটক হলেন সুমন ও ইব্রাহিম

admin

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ০৭:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২১ জুন ২০২৫ | ০৭:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে যে অপরাধে আটক হলেন সুমন ও ইব্রাহিম

Manual7 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি’ ব্র্যান্ডের ৯ বোতল বিদেশি মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে সুমন মিয়া (১৯) এবং পার্শ্ববর্তী রহিমেরপাড়া গ্রামের ইজার আলীর ছেলে ইব্রাহিম আলী (২০)। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ১০ হাজার টাকা।

Manual8 Ad Code

পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিক নির্দেশনায় শনিবার (২১ জুন) ভোর রাত ১টা ৩০ মিনিটের সময় উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের গৌছ আলীর বাড়ির পেছনে তার বক্স দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে উপরোক্ত আসামিদ্বয়কে মদসহ আটক করা হয়। সঙ্গীয় ফোর্সসহ উক্ত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এস আই মনিরুল ইসলাম।

Manual4 Ad Code

ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন