Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ধারের ৩ কেজি চাল ফেরত না দেওয়ায় শ্যালককে খুন

admin

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
ধারের ৩ কেজি চাল ফেরত না দেওয়ায় শ্যালককে খুন

Manual6 Ad Code

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে তিন কেজি চালের জন্য ভগ্নিপতি জাফরের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলমের (২৭) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে টেকনাফ সাবারাং প্যান্ডেল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক দুলাভাই পলাতক রয়েছেন।

নিহত শাহ আলম (২৮) একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী।

Manual5 Ad Code

তিনি স্থানীয়দের বরাতে জানান, দুইদিন আগে শাহ আলম তার ভগ্নিপতি জাফর আলমের কাছ থেকে ৩ কেজি চাল ধার নেন। বুধবার সকালে সেই চাল ফেরত চাইতে গেলে শাহ আলমের সঙ্গে জাফরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাফর আলম ক্ষিপ্ত হয়ে শাহ আলমকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন শাহ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। এরপর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক জাফর আলমকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Manual1 Ad Code

শেয়ার করুন