নগরীতে তিনঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতা

Daily Ajker Sylhet

admin

১৩ জুন ২০২৪, ০১:৪৩ অপরাহ্ণ


নগরীতে তিনঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে ফের বৃষ্টিতে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। আজ বৃহস্পতিবার সকালের ঢানা বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে।

জানা গেছে- নগরের জালালাবাদ আবাসিক এলাকা, উপশহর, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুরসহ শহরের নিম্নাঞ্চলের এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেট এর আকাশে বজ্রমেঘের অবস্থান রয়েছে। এটা কেটে যেতে সময় লাগবে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১০টা) মুশলধারে বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে আগামী তিনদিন সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল বুধবার এমন পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস।

প্রসঙ্গত- সম্প্রতি ভারি বৃষ্টিতে নগরীর প্রায় শতাধিক এলাকা ডুবে যায়। ভোগান্তিতে পড়েন প্রায় ৭ থেকে ৮ হাজার পরিববার।

Sharing is caring!