Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘নতুন ধরনের’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, আতঙ্কে জাপান

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ০৩:১০ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০৩:১০ অপরাহ্ণ

ফলো করুন-
‘নতুন ধরনের’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, আতঙ্কে জাপান

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক :
উত্তর কোরিয়া নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্রটি কোরিয়া উপদ্বীপ ও জাপানের জলসীমার মাঝামাঝি পড়েছে। এতে জাপানের হোক্কাইডো দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

বৃহস্পতিবার উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে সিউলের সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

Manual4 Ad Code

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে ছোড়া হয়েছে।

Manual8 Ad Code

ধারণা করা হচ্ছে, এটি মধ্যমপাল্লা বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরিয়া উপদ্বীপ ও জাপানের মাঝে জলসীমায় সাগরে পতিত হয়েছে। এটাকে বড় ধরনের উসকানি হিসেবে আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

Manual4 Ad Code

জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের জলসীমায় পতিত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি টোকিও। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে দক্ষিণ কোরিয়া।

তবে এ বিষয়ে এখনো উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Manual6 Ad Code

শেয়ার করুন