Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরের স্কুলছাত্রীকে বিয়ে করতে ছুটে গেলো সিলেটের মাদরাসাছাত্রী!

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
নাটোরের স্কুলছাত্রীকে বিয়ে করতে ছুটে গেলো সিলেটের মাদরাসাছাত্রী!

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
ফেসবুকে পরিচয়ের মাধ্যমে নাটোরের স্কুলছাত্রীর মাধ্যমে সিলেটের এক মাদরাসাছাত্রীর অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিলো ৭ মাস আগে। এবার সিলেটের এই তরুণী নাটোরে ছুটে গেলো সেখানের মেয়েকে বিয়ে করতে। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে দুই ছাত্রীকে আটক করে নাটোরের মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করে এবং সিলেটের তরুণীকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করছে।

Manual2 Ad Code

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্কুল ছাত্রীর মামা আকরাম (ছদ্ম নাম) বলেন, ফেসবুকের মাধ্যমে আমার ভাগ্নীর সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এমনটা আমি আগে থেকেই জানতাম। বিষয়টি নিয়ে আমরা পারিবারিকভাবে তাকে কয়েকবার সতর্কও করেছি। কিন্তু আজ আমার ভাগ্নির কাছে একটি মেয়ে চলে এসেছে। তারা দুইজন বলছে, তারা বিয়ে করবে! এটা কি মেনে নেওয়া যায়। পরে পুলিশ এসে সিলেট থেকে আসা ওই মেয়েকে থানায় নিয়ে গেছে। আর আমার ভাগ্নীকে আমাদের কাছে হস্তান্তর করেছে‌।

সিলেট থেকে আসা মাদ্রাসা ছাত্রী জানান, ৭ মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তারা সমকামী বিয়ের সিদ্ধান্ত নেয়। স্কুল ছাত্রী তাকে বিয়ে করার কথা বললে সে তাকে বিয়ে করতে আসে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে তারা একে অপরকে বিয়ে করতে চাইলে এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়। স্থানীয়রা সন্ধ্যায় পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Manual2 Ad Code

শেয়ার করুন