Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার মামলায় খুলনায় যুবদল নেতার স্ত্রী গ্রেপ্তার

admin

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
নাশকতার মামলায় খুলনায় যুবদল নেতার স্ত্রী গ্রেপ্তার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
নাশকতার একটি মামলায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual8 Ad Code

গতকাল নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক, খুলনা অনলাইন সেলারস গ্রুপের সভাপতি। নগরীতে ফ্যাশন জোন লিন্ডা নামে তার দুটি শোরুম রয়েছে। বিভিন্ন উৎসবে নগরীতে মেলা আয়োজন, একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা এবং ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের লাইভ করায় তিনি ব্যাপক পরিচিত।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে খুলনা থানায় নাশকতার একটি মামলা হয়। সেই মামলায় মঙ্গলবার বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এক বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা লিন্ডার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

Manual3 Ad Code

বিবৃতিতে তারা বলেন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী লিন্ডাকে মঙ্গলবার বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ কথিত নাশকতা মামলায় কারাগারে প্রেরণ করেছে। বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।

Manual4 Ad Code

বিবৃতিদাতারা হলেন— বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

শেয়ার করুন