নিখোঁজের ৫ ঘণ্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

Daily Ajker Sylhet

admin

২৪ এপ্রি ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ


নিখোঁজের ৫ ঘণ্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুর সংবাদদাতা :
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদী থেকে ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৭ টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের পাচকাঠি গ্রামের জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিশুরা পাঁচকাঠি গ্রামের মো. আলমগীরের ছেলে মো. ইব্রাহিম এবং একই এলাকার সবুজ বেপারীর মেয়ে খুকু মনি। খুকুমণি ও ইব্রাহিম সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ জানায়, দুই শিশুর বাবা ঢাকায় চাকরি করেন। বাড়িতে মা মরিচ তুলতে যান। খেলার ছলে নদীর পাড়ে গিয়ে পা পিছলে দুই শিশু নদীতে পড়ে যায়। অনেক খোঁজা-খুঁজি করে না পেয়ে আত্মীয়স্বজন ভেবেছিল খুকু মনি ও ইব্রাহিম হারিয়ে গেছে। সন্ধ্যা রাতে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলম বলেন, বুধবার দুই শিশু নিখোঁজের ৫ ঘণ্টা পর নদীতে লাশ পাওয়া গেছে। পরিবারে কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!