Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নিজের গোপন ভিডিও ফাঁসের বিষয়ে যা বললেন উর্বশী

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিজের গোপন ভিডিও ফাঁসের বিষয়ে যা বললেন উর্বশী

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন উর্বশী রাউতেলা। সিনেমাতে তাকে খুব কম দেখা গেলেও উদ্ভট পোশাকের কারণে বেশি আলোচনা আসেন এই অভিনেত্রী। সম্প্রতি তেলুগু ছবিতে ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে নেচে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।

Manual2 Ad Code

তবে এবার নতুন করে বিতর্কে জড়ালেন। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল বাথরুম পোশাক পরিবর্তনের ভিডিও। অভিনেত্রী দাবি করেছেন এ ভিডিও তিনি ইচ্ছাকৃত ভাবে ফাঁস করেছিলেন।

Manual2 Ad Code

অবশ্য উর্বশীর ওই ভিডিও আসলে ‘ঘুসপেঠিয়ে’ নামের এক ছবির দৃশ্য। বাথরুমে পোশাক পরিবর্তনের ভিডিওর বিষয়ে উর্বশী বলেন, ‘ছবির নির্মাতাদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। তাই তারা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলেন।’

‘আর তারপরই তারা ওই ভিডিও ব্যবহারের জন্য আমার কাছে অনুমতি চান। এমন নয়, দৃশ্যটিতে আমি বিশেষ কিছু করেছিলাম। তবুও তারা দৃশ্যটি আগেভাগে লিক করতে চাইছিলেন।’

প্রসঙ্গত, ছবিটি বক্স অফিসে মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ আগস্ট। ছবিতে উর্বশীর সঙ্গে ছিলেন বিনীত কুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়। কিন্তু যাবতীয় পরিকল্পনা সত্ত্বেও ক্রাইম ড্রামা গোত্রের ছবিটি বক্স অফিসে তেমন আয় করতে পারেনি।

Manual7 Ad Code

শেয়ার করুন