Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০৭:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০৭:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষে গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) রশিদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এম এ মান্নানকে এই নোটিশ পাঠানো হয়। ১৭ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে এম এ মান্নানকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

Manual3 Ad Code

নোটিশ সূত্রে জানা যায়, এম এ মান্নান গত শনিবার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এবং মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারে কর্মিসভার ব্যানারে উন্মুক্ত জনসভায় অংশ নেন, যা জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের শামিল।

Manual7 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচারণার সুযোগ নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাঁর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমি আইন মান্যকারী মানুষ, আওয়ামী লীগের একজন কর্মী। দলের কর্মিসভায় উপস্থিত হয়েছিলাম। ওখানকার উচ্ছ্বাস উপেক্ষা করা যায়নি, এটা ঠিকও হয়নি। অবশ্যই সবাইকে আইন মানতে হবে। আমি নির্দেশ অনুযায়ী, ব্যাখ্যা প্রদান করব।’

সুনামগঞ্জ-৩ আসনে টানা তিনবারের সংসদ সদস্য এম এ মান্নান। এবার এ আসনে আরও যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা হলেন, সাবেক সংসদ সদস্য ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন ও তৌফিক আলী, জাকের পার্টির মো. নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহ্ফুজুর রহমান খালেদ।

Manual3 Ad Code

শেয়ার করুন