Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, প্রতিহত করতে ছাত্রদলের মহড়া

admin

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ | ১২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, প্রতিহত করতে ছাত্রদলের মহড়া

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
কেক কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। খবর পেয়ে প্রতিহত করতে মোটরসাইকেল মহড়া দেয় উপজেলা ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

Manual3 Ad Code

রোববার দুপুর ১২টা ৩টার পর্যন্ত সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল দিয়ে তারা এ মহড়া দেয়।

জানা গেছে, শনিবার রাত ৮টায় উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সহ-সভাপতি ইকবাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

মহড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম সাইফুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হাবিব শাহীন, সদস্য সচিব কবির আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, রুকনুজ্জামান শুভ, সদস্য আশরাফ আহমদ, হাফিজুর রহমান হাবিব, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক সজীব আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এম সাইফুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হাবিব শাহীন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার ভাইয়ের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখতে আমরা দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল মহড়া দিয়েছি। আমরা ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে রাজপথে আছি। তবে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Manual3 Ad Code

শেয়ার করুন