Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াত আমির

admin

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ০৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ মে ২০২৫ | ০৩:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াত আমির

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
নেতাকর্মীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ মে) দুুুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বার্তা দেন তিনি।

Manual7 Ad Code

পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না।’ এমনকি ব্যক্তি যে-ই হোন না কেন সংগঠনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

ভিন্নতা যেখানেই ঘটুক দল সিদ্ধান্ত নেবে উল্লেখ করে জামায়াতপ্রধান আরও লিখেছেন, ‘সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।’

Manual1 Ad Code

শেয়ার করুন