Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, সহিংসতা চাই না: প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ০৩:১০ অপরাহ্ণ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ | ০৩:১০ অপরাহ্ণ

ফলো করুন-
পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, সহিংসতা চাই না: প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

স্টাপ রিপোর্টার:
পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে সহিংসতা চাই না।’

Manual8 Ad Code

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের মিঠাপুকুরের জনসভায় এ কথা বলেন তিনি।

Manual4 Ad Code

এ সময় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘আপনারা দেখেছেন, আপনাদের নিশ্চয় মনে আছে, ২০১৩-১৪ সালে কীভাবে আগুনসন্ত্রাস করেছে বিএনপি-জামায়াত। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তাই আপনারা এবার নৌকায় ভোট দিন। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেজন্যই আমরা আপনাদের ভোট চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিন।’

Manual6 Ad Code

দেশের সড়ক যোগাযোগে সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখবেন।’

শেয়ার করুন