Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় এক্স‌প্রেস লাইনচ্যুত, তদন্ত ক‌মি‌টি গঠন

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ১০:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ১০:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
পঞ্চগড় এক্স‌প্রেস লাইনচ্যুত, তদন্ত ক‌মি‌টি গঠন

Manual2 Ad Code

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রধান করা হ‌য়ে‌ছে পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় প‌রিবহন কর্মকর্তা‌ (ডি‌টিও) আনোয়ার হো‌সেনকে।

Manual2 Ad Code

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ।

Manual8 Ad Code

এর আগে সোমবার রাত ১০টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি লাইনচ‌্যুত হ‌য়ে দুর্ঘটনার কব‌লে প‌ড়ে। প‌রে রাত ২টার দি‌কে ক্রেনের সহায়তায় ট্রেনের ক্ষ‌তিগ্রস্ত ব‌গিটি উদ্ধা‌র করা হয়।

Manual6 Ad Code

ট্রেন‌ লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় বি‌ভিন্ন স্টেশ‌নে আটকা প‌ড়ে একাধিক ট্রেন। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীরা।

পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্মদিব‌সের মধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দে‌বেন।

Manual5 Ad Code

তি‌নি আরো ব‌লেন, নতুন লাইনের জন‌্য এই ঘটনা কী-না বা কী কার‌ণে লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে; সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

শেয়ার করুন