Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রুহেল আহমদ

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১০:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১০:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রুহেল আহমদ

Manual5 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ নং মুড়িয়া ইউনিয়ন বাসী সহ বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনতার প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আল বারাকা ট্রাভেল এর স্বত্বাধিকারী ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো: রুহেল আহমদ।
গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় উপজেলা তথা মুড়িয়া ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। আত্মশুদ্ধির মাস রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাবো ঈদুল ফিতরে মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রিতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও মুসলমানদের ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।

শেয়ার করুন