Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

admin

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪ | ০৪:১৮ অপরাহ্ণ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ | ০৪:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
পিকআপ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

Manual2 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ফারুক মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত ফারুক মিয়া সিলেটের ঘাসিটোলা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত রাজনগরের পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করতেন।

Manual2 Ad Code

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিমভাগ গ্রামের জাকির মিয়ার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ফারুক মিয়া কাজে যেতে বের হন। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Manual6 Ad Code

রাজনগর থানার ওসি তদন্ত এমদাদুল হক গণমাধ্যমকে জানান, সে দীর্ঘদিন যাবত পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করে বেতের কাজ করে জীবনধারণ করতেন ফারুক মিয়া। আজ সকালে কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তাকে চাপা দেওয়ার পরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন