Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে নিজ ঘরে হাত-পা বাঁধা কৃষকের লাশ

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
পিরোজপুরে নিজ ঘরে হাত-পা বাঁধা কৃষকের লাশ

Manual8 Ad Code

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামে নিজ ঘর থেকে তপন কুমার হালদার (৫৫) নামের এক কৃষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

Manual1 Ad Code

নিহত তপন হালদার কাথুলিয়া গ্রামের মৃত সতীন্দ্রনাথ হালদারের ছেলে।

Manual3 Ad Code

দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল হাওলাদার জানান, তপনের এক ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসাবে কর্মরত। তার স্ত্রী বেড়াতে বরিশাল গিয়েছিলেন। তাই একাই বাড়িতে ছিলেন তপন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে খুঁজতে যায়। এ সময় ঘরের মধ্যে তাকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে রাতে লাশ থানায় নিয়ে যায়।

Manual7 Ad Code

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী জানান, পূর্বশত্র“তার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘর থেকে মূল্যবান কিছু খোয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন