Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুতিন নন, যুদ্ধের জন্য জেলেনেস্কিকে দুষলেন ট্রাম্প

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
পুতিন নন, যুদ্ধের জন্য জেলেনেস্কিকে দুষলেন ট্রাম্প

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:
ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে শান্তি আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোর ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনেস্কির যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শুরু না করে ইউক্রেন একটি চুক্তি করতে পারত।

Manual1 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার ‘বিষয়টি অবাক করার মতো’ বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Manual6 Ad Code

এর জবাবে ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ। তিন বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট।

Manual5 Ad Code

এদিকে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ কোনো চুক্তির অধীনে ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না।

তার এই মন্তব্যের পর এলো ট্রাম্প প্রতিক্রিয়া।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে বৈঠকের পর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিবিসি ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিল, রাশিয়ার সঙ্গে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোয় ইউক্রেনীয়রা আহত বোধ করতে পারেন, তাদের প্রতি তার (ট্রাম্পের) বার্তা কী?

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি, তারা আলোচনায় জায়গা না পাওয়ায় বিরক্ত। ঠিক আছে, তারা তিন বছর ধরে এবং তার আগেও অনেক সময় ধরে জায়গা পেয়েছে। এটি খুব সহজেই নিষ্পত্তি করা যেত।’

Manual7 Ad Code

‘তোমাদের এটা শুরু করাই ঠিক হয়নি। তোমরা একটা চুক্তি করতে পারতে,’ বলেন ট্রাম্প।

এদিকে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি যুদ্ধ শেষ করার বিষয়ে ‘অনেক বেশি আত্মবিশ্বাসী’।

শেয়ার করুন