Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পৃথক অভিযানে গ্রেফতার ১০ জুয়াড়ি

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৪ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
পৃথক অভিযানে গ্রেফতার ১০ জুয়াড়ি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ও সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২০ মার্চ) রাত সড়ে দশটায় দক্ষিণ সুরমা থানাধীন চাদঁনীঘাট মাছ বাজার ও রাত সাড়ে ১১টার দিকে মধ্যনগর থানার উপজেলার চামরদানী ইউনিয়নের অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, বুধবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন হোটেল মারজান আবাসিক সংলগ্ন চাদঁনীঘাট মাছ বাজারে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়ি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জয়নাল আহমেদ (৫০), ইমাম হোসেন (৫৭), তোফাজ্জল হোসেন (৩৩), মো. আশরাফ (৫৪), আব্দুল হাফিজ (৩৯)।

অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর থানার একটি চৌকস পুলিশ টিম উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় নগদ ১৮ হাজার ৮শত টাকা উদ্ধার করে থানা পুলিশ।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন, উপজেলার সাড়ারকোনা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মো. মরম আলী(৪৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল হক(৪০), আব্দুন নূরের ছেলে সবুজ মিয়া (৩৯) এবং পাশ্ববর্তী মধ্যনগর ইউনিয়নের ফারুকনগর গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মো. রনি তালুকদার(৪০) ও মোঃ আব্দুল কাদিরের ছেলে আলমগীর হোসেন(৩২)।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন এফআইআর ধারায় মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন