Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচারে ঝড় তোলা মাহির ট্রাক নৌকার চাপায় পিষ্ট

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ০৫:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ০৫:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
প্রচারে ঝড় তোলা মাহির ট্রাক নৌকার চাপায় পিষ্ট

Manual8 Ad Code

রাজশাহী প্রতিনিধি:
প্রচারে ঝড় তুলেছিলেন চিত্রনায়িকা শারমিন আক্তার মাহিয়া মাহি। শেষ পর্যন্ত জামানত হারালেন নৌকার প্রার্থীর কাছে।

Manual8 Ad Code

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মানুষের মাঝে আলোড়ন ফেলেছিলেন স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। তার প্রচারসভাগুলোতে বিপুলসংখ্যক মানুষের ভিড় দেখে অনেকেই ভেবেছিলেন মাহি না জিতলেও ভালো অংকের ভোট সংগ্রহ করতে পারবেন। কিন্তু সেটি হয়নি।

মাহি সাকুল্যে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। তার প্রতীক ছিল ট্রাক। তবে পরাজিত হলেও মাহি কোনো অভিযোগ করেননি ভোট নিয়ে। ভোটের পরের দিন মাহি তানোরের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে দেখা করে কথা বলেছেন। হতাশ হতে না করেছেন ভক্ত-অনুসারীদের। আগামীর জন্য অপেক্ষা করতে বলেছেন।

Manual1 Ad Code

জানা গেছে, রাজশাহী-১ আসনে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন সর্বোচ্চ এক লাখ ৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।

রাজশাহী-১ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪০ হাজার ২১৮ ভোট। এ আসনের ১৫৮টি কেন্দ্রের ফল গণনা শেষে দেখা গেছে, মাহিয়া মাহি এই আসন থেকে মোট ভোটের মধ্যে মাত্র ৯ হাজার ৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

Manual5 Ad Code

শেয়ার করুন