প্রতিরক্ষা-স্বরাষ্ট্রের পর দ. সুদানের পররাষ্ট্রমন্ত্রীও বরখাস্ত

Daily Ajker Sylhet

admin

০৯ মার্চ ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ণ


প্রতিরক্ষা-স্বরাষ্ট্রের পর দ. সুদানের পররাষ্ট্রমন্ত্রীও বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সালভা কির। বুধবার (৮ মার্চ) তিনি এই সিদ্ধান্ত নেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের কারণ হিসেবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

আফ্রিকার এই দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্তের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল। বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির বুধবার তার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন বলে প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন। বরখাস্ত হওয়া পররাষ্ট্রমন্ত্রী মায়িক আয়ি প্রেসিডেন্ট কিরের ঘনিষ্ঠ মিত্র এবং এর আগে তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রয়টার্স বলছে, দক্ষিণ সুদানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বিরোধী নেতা রিক মাচারের সাথে প্রেসিডেন্ট সালভা কিরের একটি ভঙ্গুর শান্তি চুক্তি ধ্বংস করার হুমকি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তাদেরকে বরখাস্তের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট সালভা কির।

পররাষ্ট্রমন্ত্রী মায়িক আয়ির বরখাস্তের আদেশের সঙ্গে এক সপ্তাহেরও কম সময় আগে একই পরিণতি বরণ করা ওই দুই মন্ত্রীর কোনও সংশ্লিষ্টতা আছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

প্রেসিডেন্ট কিরের মুখপাত্র লিলি মার্টিন মানিয়েল বলেছেন, ‘এটি একটি স্বাভাবিক কাজ। যে কাউকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে এবং অন্যদের সেখানে প্রতিস্থাপিত করা হতে পারে।’

বার্তাসংস্থাটি বলছে, প্রেসিডেন্ট সালভা কির এবং বিরোধী নেতা রিক মাচার ২০১৮ সালে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ওই শান্তি চুক্তির ফলে আফ্রিকার এই দেশটিতে পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।

যদিও এর আগেই গৃহযুদ্ধে ৪ লাখ মানুষ মারা যায় এবং এতে করে ১৯৯৪ সালের রুয়ান্ডার গণহত্যার পর আফ্রিকায় সবচেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি হয়েছিল।

রয়টার্স বলছে, রিভাইটালাইজড পিস এগ্রিমেন্ট ফর সাউথ সুদান নামে পরিচিত এই চুক্তির বাস্তবায়ন বেশ ধীরগতির হয়েছে এবং বিরোধী শক্তিগুলো কীভাবে ক্ষমতা ভাগাভাগি করবে তা নিয়ে সৃষ্ট মতবিরোধের জেরে ঘন ঘন সংঘর্ষে লিপ্ত হয়েছে।

Sharing is caring!