Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য স্যাটেলাইট সিটি হচ্ছে সিলেটে

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ০১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৪ | ০১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
প্রবাসীদের জন্য স্যাটেলাইট সিটি হচ্ছে সিলেটে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রবাসীরা যাতে সিলেটে বিভিন্ন বাণিজ্য কিংবা উন্নয়নে ইনভেস্টমেন্ট করেন সেজন্য সিলেট নগরকে স্যাটলাইট সিটি হিসেবে তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সম্প্রতি বিদেশি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক স্বাক্ষাতকারে তিনি এ বিষয়ে কথা বলেছেন।

Manual8 Ad Code

মেয়র বলেন, ‘সিলেটে একটি স্যাটেলাইট সিটি ফর এনআরবিদের (প্রবাসী) করতে চাই। এটি বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয় কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটির কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন। সিলেট নগরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে এই ব্যবস্থা। সব ধরণের সুযোগ সুবিধা থাকবে। প্রবাসীদের যারা নতুন প্রজন্ম তাঁরা সেখানে ( সিলেটে) যাক। আমরা চাই সিলেটে গিয়ে তাঁরা ইনভেস্ট করুক। তারা সেখানে থাকবে। এজন্য প্রবাসীদের আগামীর প্রজন্ম বিশেষ করে তরুণদেরকে আকৃষ্ট করতে একটি স্যাটেলাইট সিটি সিলেট শহরে করা হচ্ছে।’

Manual6 Ad Code

শেয়ার করুন