প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

Daily Ajker Sylhet

admin

১২ মার্চ ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ণ


প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

তাহিরপুর প্রতিনিধি:
সৌদী প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে সুনামগঞ্জের তাহিরপুরে জামাল মিয়া (৩৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় কাঁঠাল গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত জামাল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের হাছেন আলীর ছেলে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জামালের আত্মহননের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার রাতে নিহতের পারিবারিক ও প্রতিবেশীদের সুত্রে জানা যায়, উপজেলার গুটিলা গ্রামের আব্দুল আজিদের মেয়ে পারভীন বেগমের সাথে পারিবারিক সম্মতিতে একই গ্রামের হাছেন আলীর ছেলে জালার মিয়ার বিয়ে হয় প্রায় এক যুগ পুর্বে।বিয়ের পর তাদের কোলজুড়ে আসে একে একে তিন সন্তান।

গত কয়েকমাস ধরেই প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়ে আসছিলো জামালের। এ কারণে বেশ কিছুটা মানসিক চাঁপে থাকতেন জামাল।

প্রবাসে থাকা স্ত্রীর সাথে অভিমানে শনিবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে যে কোন এক সময় বসত বাড়ির পেছনে কাঠাল গাছের ঢালের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন জামাল।

Sharing is caring!