Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থিতা ফেরত ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে রেকর্ড ৫৬১ আপিল

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রার্থিতা ফেরত ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে রেকর্ড ৫৬১ আপিল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বৈধ মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন রেকর্ডসংখ্যক ৫৬১ জন প্রার্থী, যা একাদশ জাতীয় নির্বাচনের চেয়ে ১৮টি বেশি। এবারের আপিলের মধ্যে অন্তত ৩০টিরও বেশি আবেদন হয়েছে বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে।

গতকাল শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, আজ রবিবার থেকে এসব আপিল আবেদন শুনানি শেষে সিদ্ধান্ত দেবে কমিশন। যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এদিকে শেষ দিনে ঝালকাঠি-১ আসনে আলোচিত আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরসহ নৌকার আরও ৭ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছে। একইভাবে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে আওয়ামী লীগ প্রার্থী ড. শাম্মী আহমেদ আবেদন করেছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমুকে তলব করেছে কমিশন।

গত পাঁচদিনে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে এ আপিল আবেদন করে ইসি। এবারের জাতীয় নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি-জাপাসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এসব প্রার্থীর মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেছেন। ইসির নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিলেও বিএনপিসহ সরকারবিরোধী ১৬টি দল নির্বাচন বর্জন করেছে।

Manual2 Ad Code

ইসি কর্মকর্তারা বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং গতকাল শেষ দিনে ১৩০ জন আপিল করেছেন। এর মধ্যে বেশ কিছু বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়েও আবেদন করা হয়েছে। একই আসনে একে অন্যের বিরুদ্ধে পালটাপালটি আবেদন করেছেন কয়েক জন প্রার্থী।

Manual7 Ad Code

এদিকে গতকাল শেষ দিনে নিজের প্রার্থিতা ফেরত এবং প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে দুটি আপিল করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও বরিশাল-৪ আসনের দলীয় প্রার্থী ড. শাম্মী আহমেদ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে প্রার্থিতা বাতিল হয় আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেত্রীর। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঙ্কজ নাথের প্রার্থিতা বৈধ হয়।

Manual4 Ad Code

হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ তুলে ঝালকাঠি-১ আসনের আলোচিত আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিলের আগে মনিরুজ্জামান মনির নিজের প্রার্থিতা ফেরত পেতে ইসিতে আপিল করেছেন।

বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক ও স্বতন্ত্র প্রার্থী (বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র) সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পালটাপালটি আপিল করেছেন। পালটাপালটি আপিলে পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়েছেন।

চট্টগ্রাম-১০ স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের বিরুদ্ধে রয়েছেন মহিউদ্দীন বাচ্চু। চট্টগ্রাম-১৫ আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আ স ম মিজানুর রহমান। চট্টগ্রাম-২ আসনে লীগের প্রার্থী খাদিজাতুল আনোয়ারের বিরুদ্ধে ওয়ান ব্যাংক। চট্টগ্রাম-৯ আসনে লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে জাপা প্রার্থী সানজীদ রশীদ চৌধুরী। ময়মনসিংহ-৯ আসনে লীগের প্রার্থী আব্দুস সালামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদিন খান। টাঙ্গাইল-২ আসনে লীগের প্রার্থী ছোট মনিরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ইউনূস ইসলাম তালুকদার। নেত্রকোনা-৪ আসনের লীগের প্রার্থী সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে মুশফিকুর রহমান। চাকরি থেকে অবসরের তিন বছর হয়নি বলে অভিযোগ করা হয়। ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের বিরুদ্ধে লীগের প্রার্থী শামীম হক ইসিতে আপিল করেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

বিএনপি ও হেফাজতের কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে-ইসি: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপির ডাকা মানববন্ধন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। এছাড়া হেফাজতে ইসলামের সমাবেশের বিষয়টিও তারা দেখবে। তবে কোনো পরামর্শ থাকলে নির্বাচন কমিশন তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেবে।

Manual6 Ad Code

বিধি লঙ্ঘনের অভিযোগে আমুকে ইসিতে তলব: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিক ও ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমুকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ ডিসেম্বর বেলা ৩টায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে। আমির হোসেন আমুকে এর আগে আচরণবিধি সম্পর্কে অবহিত করা সত্ত্বেও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে নির্বাচনি প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের জন্য কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে কমিশনে ১৫ ডিসেম্বর বেলা ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য সিদ্ধান্ত প্রদান করেছেন।

যশোরের এসপি বদলি চেয়ে আবেদন: এদিকে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বদলির দাবি জানিয়ে গত শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত আবেদন করেছেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা। আবেদনটি করেছেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম মজিদ, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি গৌর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সুব্রত ব্যানার্জি ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

শেয়ার করুন