Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি জুড়ীর মাইন উদ্দিন

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ০২:০৪ অপরাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ০২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি জুড়ীর মাইন উদ্দিন

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন।

Manual3 Ad Code

বুধবার (১৩ মার্চ) সকালে মৌলভীবাজার পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ হেড কোয়াটার্সের পুরষ্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের পর্যালোচনা করে জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিনকে জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরষ্কার প্রদান করা হয়।

Manual6 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো মনজুর রহমান।
এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর সার্কেল মো আজমল হোসেন প্রমুখ।

Manual5 Ad Code

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, জুড়ী থানা প্রতিষ্ঠার পর এই প্রথম জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে জুড়ী থেকে। জুড়ীবাসীর সহযোগিতায় এবং থানার সকল অফিসার, কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে।

শেয়ার করুন