Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে তরুণীর ‘আপত্তিকর ছবি’, আ. লীগ নেতার ছেলে গ্রেফতার

admin

প্রকাশ: ০৬ মে ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
ফেসবুকে তরুণীর ‘আপত্তিকর ছবি’, আ. লীগ নেতার ছেলে গ্রেফতার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
গোলাপগঞ্জ উপজেলার এক তরুণীর ‘আপত্তিকর ছবি’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবিদ হোসেন রাফি (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানাপুলিশ।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৪মে) দিবাগত রাতে উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃত যুবক বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের ছেলে।

Manual1 Ad Code

জানা যায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে আইইএলটিএস ক্লাস করার সময় থেকে খাগাইল এলাকার এক তরুণীকে উত‍্যক্ত করতো আবিদ হোসেন রাফি। এ নিয়ে কয়েকদফা সালিশ-বৈঠক হয় এবং ভবিষ্যতে ওই তরুণীকে আর বিরক্ত করবেনা মর্মে অঙ্গিকার করেন রাফি। সম্প্রতি পারিবারিকভাবে বিয়ানীবাজারের কাকরদিয়া এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী যুবকের সাথে ওই তরুণীর বিয়ে ঠিক করা হয়। এমন খবর পেয়ে তরুণীর আপত্তিকর (নগ্ন) ছবি ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেয় রাফি। এতে ওই তরুণীর বিয়ে ভেঙে যায়।

ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে মেয়ের নগ্ন ছবি দেখে গোলাপগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন তরুণীর বাবা। ওই মামলায় গ্রেপ্তার করে শুক্রবার অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম অভিযুক্ত যুবককে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code

শেয়ার করুন