বড়লেখায় অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

Daily Ajker Sylhet

admin

২৩ এপ্রি ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ণ


বড়লেখায় অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির লাশের পরিচয় খুঁজছে পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের ধলছড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর।

পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। কেউ ওই ব্যক্তির নাম-পরিচয় জানলে বড়লেখা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের ধলছড়ি খালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। স্থানীয় দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল বুধবার (২০ এপ্রিল) শিশুরা ওই ব্যক্তিকে পশ্চিম হাতলিয়া গ্রামের ধলছড়ি এলাকায় আশাপাশে ঘোরাফেরা করতে দেখেছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই ব্যক্তি হয়তো ধলছড়ি এলাকায় খালের পানিতে পড়ে মারা গেছেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান শুক্রবার রাত সাড়ে আটটায় বলেন, খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করছি।

Sharing is caring!