বড়লেখায় আহত যুবদল নেতা নুরুল তাপাদারকে তারেক রহমানের ঈদ উপহার
৩০ মার্চ ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ


বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় ২০১৫ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত পৌর যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে তার নির্দেশে আমরা যুবদল পরিবারের পক্ষ থেকে নির্যাতিত যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারকে অর্থ সহায়তা, ঈদ সামগ্রী উপহার নিয়ে যান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মুহিত।
জেলা যুবদলের নেতৃবৃন্দ নুরুল ইসলামের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন যুবদল বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক এস এম শরিফুল ইসলাম বাবলু, পৌর যুবদলের আহবায়ক শফিকুজ্জামান শফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহাদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য জাহাঙ্গির আলম, সাবেক ছাত্রনেতা বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার যুগ্ন সম্পাদক আফজল হোসেন, উপজেলা যবদলের যুগ্ন আহ্বায়ক, জুবের আহমদ, খন্দকার আহমেদ মজনু, মুজিবুর রহমান ময়নুল, আলিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জনি, কবির হোসেন, বড়লেখা পৌর যুবদলের সিনিয়র সদস্য কবির হোসেন, লাবিদ আহমদ, হিফজুর রহমান, পৌর যুবদল নেতা নাসিম আহমদ চৌধুরী শাকিফ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির ডাকা প্রথম গণতন্ত্র হত্যা দিবস পালনের মিছিলের প্রস্তুতিকালে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা পৌর যুবদল নেতা নুরুল ইসলাম তাপাদারের হাত পা ভেঙে দেয়। পরে উলটো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে।