Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

admin

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:২৫ অপরাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

Manual2 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Manual1 Ad Code

সাহাব উদ্দিন ময়ষট্টি পূর্ব-হাতলিয়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টি এক বিএনপির নেতার করা হামলা-ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী। গ্রেপ্তার অপর আসমি হেলাল আহমদ (৪৭) ও খাইরুল ইসলাম সি.আর ৮৮/২৩ (বিয়ানী) মামলায় ৫৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

Manual3 Ad Code

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন